ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাউদির বিদায়ী টেস্ট জয়ে রাঙানোর অপেক্ষায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
সাউদির বিদায়ী টেস্ট জয়ে রাঙানোর অপেক্ষায় নিউজিল্যান্ড

প্রথম দুই টেস্ট হেরে সিরিজ আগেই খুইয়েছে নিউজিল্যান্ড। কিন্তু ধবলধোলাই এড়াতে শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে স্বাগতিকরা।

কোনো অঘটন না ঘটলে টিম সাউদির বিদায়ী টেস্ট জয়ে রাঙানো এখন কেবল সময়ের অপেক্ষা।  

হ্যামিল্টনের স্যাডন পার্কে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। লিড পৌঁছেছে ৩৪০ রানে। কেইন উইলিয়ামসন ৫০ ও রাচিন রবীন্দ্র অপরাজিত আছেন ২ রান করে।

দিনের শেষের মতো শুরুটাও হয় নিউজিল্যান্ডের ব্যাটিং দিয়ে। যদিও তখনো প্রথম ইনিংস শেষ হয়নি তাদের। অবশিষ্ট উইকেটটি নিতে ৯১ বল অপেক্ষা করতে হয় ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত ১১৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭৬ রান করা মিচেল স্যান্টনারকে থামান ম্যাথু পটস। নিউজিল্যান্ডও গুটিয়ে যায় ৩৪৭ রানে।

ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। কেবল জো রুট বাদে (৩২) আর কোনো ব্যাটারই ৩০ ছুঁতে পারেননি। তাই ইংলিশদের প্রথম ইনিংস ১৪৩ এর বেশি আর এগোয়নি। রুট অবশ্য এ বছর টেস্টে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।  এক পঞ্জিকাবর্ষে পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একাধিকবার টেস্টে দেড় হাজার রান আছে। কিন্তু কিউই বোলারদের সামনে মাইলফলকের দিনটি রাঙাতে পারলেন না রুট।

৪৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন ম্যাট হেনরি। এছাড়া তিনটি করে শিকার উইলিয়াম ও’রুর্কি ও মিচেল স্যান্টনারের। তবে ১১ ওভার বোলিং করেও কোনো উইকেট নিতে পারেননি বিদায়ী টেস্ট খেলতে নামা সাউদি।

একই দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে অধিনায়ক টম ল্যাথামকে (১৯) হারায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন উইল ইয়াং ও কেইন উইলিয়ামসন। ইয়াং ৬০ রানে থামলেও উইলিয়ামসন অপেক্ষায় আছেন পরের দিনের জন্য।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।