চট্টগ্রাম: একেবারেই শূন্য হাতে নেমেছিলেন ফরহাদ রেজা, অন্যদিকে ১৭ রানে অপরাজিত ছিলেন সাব্বির রহমান। জয়ের জন্য শেষ দিন চার উইকেট হাতে রেখে প্রয়োজন ছিল ১৫২ রানের।
ঢাকা মহানগর: প্রথম ইনিংস- ১২৬/১০, দ্বিতীয় ইনিংস- ৩৫২/১০
রাজশাহী: প্রথম ইনিংস- ২০৭/১০, দ্বিতীয় ইনিংস- ২৭৫/৬
ফল: রাজশাহী জয়ী চার উইকেটে
জয়ের জন্য ম্যাচের তৃতীয় দিন ২৭৫ রানের বড় লক্ষ্য পেয়েছিল রাজশাহী। কিন্তু মোহাম্মদ শহীদ ও ইলিয়াস সানির বোলিংয়ের সামনে ১২০ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে দিন শেষ করেছিল তারা। হারের শঙ্কায় থেকে মঙ্গলবার মাঠে নেমেছিলেন ফরহাদ ও সাব্বির।
দুজনে মিলে ৫২ ওভার এক বল খেলে ১৫৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলকে এনে দিলেন চতুর্থ জয়। সাত রাউন্ড শেষে ১১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে জাতীয় ক্রিকেট লিগের এই মৌসুম শেষ করল মুশফিকুর রহিমের দল।
আগের ইনিংসে ৬৪ রান করা সাব্বির টানা ফিফটি পেলেন ১৪৮ বলে। ২১৬ বল খেলে ১৪টি চারে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি। টানা ফিফটি হাঁকানো সাব্বিরই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
অপর প্রান্তে ১৬৫ বলে ১৩ চারে ৮০ রানে খেলছিলেন ফরহাদ।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৪