নয়াদিল্লি: মাত্র ১৬ বছর বয়সে রেকর্ড গড়ে ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন শচীন টেন্ডুলকার। এরপর ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য ক্রিকেটীয় উপাখ্যান।
শচীনের বড় ভাই ও অন্যতম অনুপ্রেরণাদাতা অজিত টেন্ডুলকার এসব খুলে বলেছেন। বৃহস্পতিবার ছোট ভাইয়ের জন্মদিনে স্মরণ করলেন ১২ বছর বয়সী শচীনকে,‘তখন ওর বয়স মাত্র ১২, হ্যারিস শিল্ড আন্তঃস্কুল ম্যাচ খেলছিল। ’
দুইদিনের ম্যাচের প্রথম দিন ৯৬ রানে শেষ করেছিলেন। তখন থাকতেন চাচার বাসায়, কিন্তু ওইদিন সেখানে যাননি। বাকি চার রানের জন্য উদ্বেগের ছাপ নিয়ে বাবা মার কাছে গেলেন। অপ্রাসঙ্গিক কথাবার্তাও বলছিলেন শচীন। তবে তার বাবা ও মা তাকে বুঝতে পেরে সব কথা খোলামেলা বলতে দিলেন।
অজিত তার লিজেন্ডারি ভাইকে নিয়ে বলেন,‘কোনো কিছু না বলে তারা শুধু তার কথা শুনেই গেলেন। এরপর ঘুমিয়েও পড়ল ও। পরদিন সেঞ্চুরি পূর্ণ করল দু’দুটি বাউন্ডারি মেরে। স্কুল ক্রিকেটে এটা ছিল মাত্র দ্বিতীয় বছর। ’
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৪