ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

শুক্রবার থেকে বিসিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
শুক্রবার থেকে বিসিএল

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগ শেষে আবারও মাঠে ফিরছে ক্রিকেটাররা। শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের তৃতীয় রাউন্ড।

চারদিনের এই ম্যাচের ফাইনালটি হবে ৮ মে। অবশ্য শিরোপার লড়াই হবে পাঁচদিনের।

২ মে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চলের। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল একে অপরকে মোকাবিলা করবে একই ভেন্যুর আউটার স্টেডিয়ামে।

দুই রাউন্ড শেষে একটি করে জয় ও ড্র নিয়ে মধ্যাঞ্চল শীর্ষে ও উত্তরাঞ্চল দুই নম্বরে। এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে মধ্যাঞ্চল (৩১)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ে নির্দোষ প্রমাণিত হওয়া মোশাররফ হোসেন রুবেল আবারও মাঠে নামছেন। তাকে রাখা হয়েছে মধ্যাঞ্চলের দলে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।