ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

উইলিয়ামসনের পর নিশামের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৪
উইলিয়ামসনের পর নিশামের সেঞ্চুরি জিমি নিশাম

কেন উইলিয়মসনের পর সেঞ্চুরি করলেন জিমি নিশাম। আর জোড়া সেঞ্চুরিতে জ্যামাইকাতে বড় সংগ্রহ গড়ে তুললো সফরকারী নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫০৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষনা করেছে তারা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৯ রান তুলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মানে প্রথম ইনিংসে ৪৮৯ রানে এগিয়ে আছে কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : প্রথম ইনিংস ৫০৮/৭ ডি. ( ল্যাথাম ৮৩, উইলিয়ামসন ১১৩, নিশাম ১০৭, টেলর ৫৫, ওয়ালটিং ৮৯ ; বেন ৩/১৪২, শিলিংফোর্ড ৩/১৪৫)
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস : ১৯/০ ( গেইল ব্যাটিং ৮, পাওয়েল ব্যাটিং ১১)।


২ উইকেটে ২৪০ রান দিয়ে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। ১০৫ রানে অপরাজিত থাকা বেন উইলিয়ামসন বেশী দূর যেতে পারেননি। অ‍াউট হন ১১৩ রান করে। রস টেলর ফিরে যান ৫৫ রানে। এক পর্যায়ে কিউদের রান দাঁড়ায় ৫ উইকেটে ২৭৯। এখান থেকে দলকে টেনে নিয়ে যান নিশাম ও ওয়ালটিং।
১০৭ রানে আউট হন নিশাম। এ সেঞ্চুরিতে দারুণ একটা রেকর্ড করেছেন এ মিডল অর্ডার। কিউইদের মধ্যে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে টানা সেঞ্চুরি করলেন। ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ১৩৭ রান করে চমক দেখিয়েছিলেন তিনি। নিশামের রেকর্ডের দিনে ৮৯ রানের দারুণ ইনিংস খেলেছেন ওয়ালটিং।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্পিনার বেন ও শিলিংফোর্ড তিনটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের বড় সংগ্রহের জবাব দিতে নেমে দেখে শুনে শুরু করেছে স্বাগতিকরা। ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে ২২ বলে ৮ রান নিয়ে অপরাজিত আছেন ক্যারিবিয়ান সর্দার ক্রিস গেইল।

বাংলাদেশ সময় : ১২১৪ ঘন্টা, ১০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।