ঢাকা: ইংলিশ পেস বোলার জেমস অ্যান্ডারসন এবং ভারতীয় অল-রাউন্ডার রবিন্দ্র জাদেজাকে নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটল। আইসিসি’র কোড অব কন্ডাক্টে নির্দোষ প্রমাণিত হয়েছেন তারা দু’জন।
গত ১০ জুলাই ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের দ্বিতীয় দিন অ্যান্ডারসন ও জাদেজার মধ্যে গালাগালি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে, বিসিসিআই ও ইসিবি’র সমঝোতায় বেকসুর খালাস পেয়ে গেলেন এ দুই ক্রিকেটার৷
আইসিসি’র জুডিক্যাল কমিশনার অস্ট্রেলিয়ান গর্ডন লুইসের ভিডিও করফারেন্সের মাধ্যমে শুনানি হয়। প্রায় ছয় ঘন্টার শুনানি শেষে তিনি এ সিদ্ধান্ত দেন।
এর আগে ম্যাচ রেফারি জাদেজাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছিলেন। জাদেজার জরিমানার বিরুদ্ধে আইসিসি-র কাছে আবেদন করেছিল বিসিসিআই৷
ক্রিকেটের অংশ হিসেবে ঘটনাটিকে দেখে দুই ক্রিকেটারকেই নির্দোষ ঘোষণা করা হয় শুনানিতে৷ ফলে, জরিমানা দিতে হবে না জাদেজাকে৷
অ্যান্ডারসনকে জরিমানা করা না হলেও তাকে কয়েক ম্যাচ নিষিদ্ধ করার যে গুঞ্জন উঠেছিল, সেটিও তুলে নেওয়া হয়। তাই নির্বাসনেও যেতে হচ্ছে না তাকে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২ আগস্ট ২০১৪