ঢাকা: পোর্ট অব স্পেনে সাক্ষাৎ হয়েছে বিশ্বের দুই প্রভাবশালী ব্যাক্তির। একজন তার প্রভাব রেখেছিলেন ক্রিকেটে, আর অন্য জন প্রভাব রেখে চলেছেন বিশ্বের শিক্ষা ব্যবস্থার উপর।
যাদের কথা বলা হচ্ছে তাদের একজন ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা, আর অপরজন হলেন ১৭ বছর বয়সী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই।
শিক্ষার প্রচারে এক ক্যাম্পিংয়ে ত্রিনিদাদ ও টোবাগোয় আসেন মালালা। সেখানে তার সঙ্গে দেখা হয়ে যায় লারার। সেখানে তারা শিক্ষা ও শান্তির প্রচারে ‘ন্যাশনাল একাডেমি ফর পারফর্মিং আর্টস’ এ বক্তব্যও রাখেন।
লারা তার স্বাক্ষর করা একটি ব্যাট মালালাকে উপহার দেন। উপহার পাওয়ার পর মালালা বলেন, ‘আমি এখানে একজন অসাধারণ মানুষের দেখা পেয়েছি। তিনি হলেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া। ’
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ৩ আগস্ট ২০১৪