ঢাকা: ৪৬তম ওভারে বিশ্বকাপের ও নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা ডেভিড মিলার খেলার ৪৮তম ওভারে দেখালেন ব্যাটিং ঝলক। সলোমান মিরের সে ওভারে তিনটি ছক্কা ও সমান তিনটি চারের মার মেরে তুলে নিলেন মুল্যবান ৩০ রান।
এর আগে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে পুল বি’এ বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামে দক্ষিন আফ্রিকা ও জিম্বাবুয়ে। এদিন খেলার প্রথম অবশ্য জিম্বাবুইয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। দলীয় ৮৩ রানেই প্রথম চার উইকেট হারায় ডি ভিলিয়ার্সরা।
তবে পঞ্চম উইকেট জুটিতে মিলার ও জেপি ডুমিনি মিলে রেকর্ড ২৫৬ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত ৩৩৯ রানের বিশাল সংগ্রহ দাড় করায়। মিলার ৯২ বলে সাত চার ও নয় ছয়ে ১৩৮ রনের অপরাজিত থাকেন। আর ডুমিনিও ১০০ বলে নয় চার ও তিন ছয়ে ১১৫ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫