ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার হাজারের ক্লাবে প্রথম বাংলাদেশি সাকিব

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
চার হাজারের ক্লাবে প্রথম বাংলাদেশি সাকিব সাকিব-আল হাসান

ঢাকা: প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব-আল হাসান। মাইলফলক স্পর্শে মাত্র ২৩ রান প্রয়োজন ছিল সাকিবের।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্বকাপের এগারোতম আসরের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথম বলেই বাউণ্ডারি মেরে ইনিংস শুরু করেন সাকিব।

এর আগে একই ইনিংসে বাংলাদেশি আরেক ব্যাটসম্যান তামিম ইকবাল মাত্র ১০ রানের জন্য মাইলফলক স্পর্শে ব্যর্থ হন। ২৯ করলেই মাইলফলক স্পর্শের সুযোগ থাকলেও ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন তামিম।

২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওডিআই) অভিষেক হয় সাকিবের। ক্রিকেটের তিন ফরম্যাটেই (টেস্ট, ওডিআই, টি২০) বিশ্বসেরা এ অলরাউন্ডার এর আগে (এ ম্যাচ বাদে) ১৪১টি ওডিআই খেলেন।

ওডিআইয়ে ১৩৫ ইনিংস ব্যাট করা সাকিবের ঝুলিতে রয়েছে ৬টি শতক, ২৬টি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩৪।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

** মাইলফলক ছোঁয়া হলো না তামিমের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।