ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পথে পথে বাংলাদেশের জয়ধ্বনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
পথে পথে বাংলাদেশের জয়ধ্বনি

ঢাকা:  মিরপুর কালশী রোড হয়ে চলছে একটি বেসরকারি মালিকানার বাস। চালকের এক কানে একটি, আর তার সহকারীর কানে মোবাইলের আরেকটি হেডফোন।

চালক এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে বাসের গায়ে চাপড় দিয়ে চিৎকার করছেন ‘বাংলাদেশ’। পথের ধারের দোকানে টেলিভিশনের সামনে শত শত মানুষের জটলা। সবার চোখ বাংলাদেশের ফিল্ডিংয়ে।
 
একটু পর চালক-সহকারীর উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেল। বাসের যাত্রীরাও কানে হেডফোন দিয়ে শুনছেন বাংলাদেশ-ইংল্যান্ড দলের ধারাভাষ্য। সমস্ত বাসজুড়ে আনন্দধারা। ততক্ষণে দুটি ফ্লাইওভার পেরিয়ে বাস বসুন্ধরা আবাসিক এলাকার গেটে। এবার কান থেকে হেডফোন সরিয়ে চালক-সহকারী এবং বাসের যাত্রী সবার মুখে ‘বাংলাদেশ’ ধ্বনি।
 
বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরের রাস্তায় মোবাইল ফোনের অ্যান্টেনা মেলে কানের কাছে ধরে বাংলাদেশ দলের বিশাল জয়ের শেষ ধারাভাষ্য শুনছেন আরেক রিকশাচালক। তার মুখেও বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। প্রাইভেট কারে, গাড়িতে বসা যাত্রীরাও এফএম রেডিও ছেড়ে জয় উদযাপন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের।
 
ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে টাইগারদের কোয়ার্টার ফাইনালে উঠার এই স্বর্ণ সময়টি উদযাপনে হাসিমাখা ছিল সবার মুখ। এবার সবার স্বপ্ন কোয়ার্টার ফাইনাল জয়। তাই টাইগারদের উৎসাহ দিয়ে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’, এবং ‘বাংলাদেশ’ ধ্বনি।
 
মিরপুর ১০ নম্বর এলাকায় রাস্তায় নেমে বাংলাদেশের জয়ের মুহূর্ত উদযাপনের খবরও পাওয়া গেছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

** টাইগারদের জয়ে মুন্সীগঞ্জে আনন্দ মিছিল
** রূপগঞ্জ ৫ শতাধিক ব্যাট ও জার্সি বিতরণ
** বাংলাদেশের জয়ে বরিশালে আনন্দ মিছিল
** বাংলাদেশের জয়ে সাতক্ষীরায় বিজয় মিছিল
** বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে মাগুরায় আনন্দ মিছিল
** বাংলাদেশের জয়ে পাবনায় আনন্দ মিছিল
** জয়ের উল্লাস মেতে উঠেছে উত্তরাবাসী
** মাশরাফি ও বাংলাদেশ স্লোগানে মুখরিত নড়াইল
** নবাবগঞ্জে আনন্দ মিছিল
** বাংলাদেশের জয়ে আনন্দে উল্লাসে মেতেছে যশোর
** পটুয়াখালীতে আনন্দ মিছিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।