ঢাকা: তখনও খেলা শেষ হয়নি, এর মধ্যেই বিভিন্ন যায়গা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়েছে টিএসসি প্রাঙ্গনে। এরপর মিনিটেই যেন জনসমুদ্র ঢাকা বিশ্ববিদ্যালয়।
কারো হাতে পতাকা কারো হাতে ব্যানার। কেউ বা হাতের সামনে যা পেয়েছে তাই নিয়ে চলে এসেছে। তাইতো থালা, বাটি, কলস সবই শোভা পেয়েছে তাদের হাতে।
এর পর শুধুই একটি রব ‘উই আর হ্যাপি' 'উই আর হ্যাপি' 'উই আর হ্যাপি। ’
এর মাঝেই রং ছিটিয়ে উল্লাস করেছে কেউ কেউ। কেউ বা মিষ্টি নিয়ে এসেছে, আর সমানে মুখে পুরে দিচ্ছে সমানে।
স্লোগানে স্লোগানে মুখরিত পুরো ঢাবি ক্যাম্পাস। কত দিন এভাবে বিজয় উল্লাস করেনি বাঙ্গালী !
অ্যাডিলেড ওভালে পুল ‘এ’র ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। পরিসংখ্যান এমন যে, হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ইংলিশদের। আর জিতলে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে টাইগাররা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক এউইন মরগান।
২৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৫ রানে হার মানে ইংলিশরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪৯ ওভারের প্রথম ও তৃতীয় বলে ব্রড ও অ্যান্ডারসনকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করে রুবেল হোসেন। অপর প্রান্তে ৪২ রানে অপরাজিত থাকেন ক্রিস উকস। এর আগে মাশরাফিদের বাধার দেয়াল হয়ে দাঁড়ানো জস বাটলারকে (৬৫) ফেরান তাসকিন আহমেদ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি ও মুশফিকের রহিমের ৮৯ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ২৭৫ রান তোলে বাংলাদেশ। এদিন ক্যারিয়ারের প্রথম ও বিশ্বকাপ ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ।
উল্লেখ্য, হ্যামিল্টনে আগামী ১৩ই মার্চ গ্রুপ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘন্টা, মার্চ ০৯, ২০১৫