ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে রংপুরের করা ৪৯১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে চার উইকেটে ২৯২ রান তুলেছে ঢাকা মেট্রো। মেহেদি মারুফের ১৩৮ রানের ইনিংসে ভর করে এই স্কোর গড়ে তারা।
বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে লিটন কুমারের সেঞ্চুরিতে (১০৭) আগের দিনের চার উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রংপুর। মঙ্গলবার আরিফুল ইসলামের অপরাজিত সেঞ্চুরিতে (১১২*) প্রথম ইনিংসে ৪৯১ রানের বড় সংগ্রহ পায় রংপুর বিভাগ। নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৯১ রান।
মেট্রো বোলার ইলিয়াস সানি একাই নেন ছয় উইকেট। দুটি করে উইকেট দখলে নেন শহিদ ও আসিফ হাসান।
৪৯১ রানের পাহাড়সম স্কোরের জবাব দিতে নেমে দারুণ সূচণা পায় ঢাকা মেট্রো। ওপেনিং জুটিতে সৈকত আলি ও মেহেদি মারুফ যোগ করেন ১৬৪ রান। এর পর দ্রুতই আরো দুই ব্যাটসম্যানের উইকেট হারায় ঢাকা মেট্রো। দিনের শেষ ওভারে এসে আউট হন সেঞ্চুরিয়ান মেহেদি মারুফ। ১৮০ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৩৮ রান করেন এই ওপেনার। সৈকত আলি করেন ৮৮ রান।
মেহরাব হোসেন (জুনি:) ৪৯ ও আসিফ হোসেন ০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
সোহরাওয়ার্দি শুভ নিয়েছেন দুটি উইকেট।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫