ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপি ও এভি স্পোর্টিং ক্লাবের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
বিকেএসপি ও এভি স্পোর্টিং ক্লাবের জয়

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগে বুধবারের (২৯ এপ্রিল) ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি ও এভি স্পোর্টিং ক্লাব। গুলশান ইয়ুথ ক্লাবকে আট উইকেটে হারিয়েছে বিকেএসপি।

  অপর ম্যাচে রায়ের বাজার অ্যাথলেটিককে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এভি স্পোর্টিং ক্লাব।  
 
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে গুলশ‍ান ইয়ুথ ক্লাবের দেয়া ১১১ রানের টার্গেট সহজেই অতিক্রম করেছে বিকেএসপি। ২৫.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। ফারজানা আক্তার ৩১, মোর্শেদা খাতুন ২৫ ও একা মল্লিক অপরাজিত ২৫ রান করেন।

এর আগে টসে জিতে আগে ব্যাট করে ওপেনার সানজিদা ইসলামের অর্ধশতকে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১১০ রান তোলে ইয়ুথ ক্লাব। ওপেনিংয়ে নামা সানজিদা শেষ পর্যন্ত ব্যাটিং করে ৬০ রানে অপরাজিত থাকেন। সানজিদা ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি দলের অন্য কোনো ব্যাটসম্যান।

বিকেএসপির নাহিদা আক্তার তিনটি, ইসমত জাহান ও মোর্শেদা খাতুন দুটি করে উইকেট নেন।

অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬১ রানে অলআউট হয় রায়ের বাজার অ্যাথলেটিক। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আরিফা খাতুন।

এভি স্পোর্টিং ক্লাবের লিলি রানি তিনটি, পান্না ঘোষ দুটি উইকেট নিয়েছেন।

৬২ ‍রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ ওভারে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এভি স্পোর্টিং ক্লাব। ফারজানা ববি সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।