ঢাকা: ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ৪৩ বলে অপরাজিত ৮৬ রান করেছেন! হরহামেশাই এমন স্কোর হচ্ছে ক্রিকেটের ক্ষুদ্র ফরমেট টি-টোয়েন্টিতে। তবে, হেলস টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহসের পাতায় নাম লিখিয়েছেন।
এর আগে ছয় বলে টানা ছয় ছক্কা হাঁকিয়ে স্যার গ্যারি সোবার্স, হার্শেল গিবস ও যুবরাজ সিং এ অনন্য ইতিহাস গড়েন।
ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের করা এক ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং। ২০০৭ সালের দ. আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে যুবরাজ টানা ছয়টি ছক্কা হাঁকান। এরপর প্রায় ৮ বছর পেরিয়ে গেলে আর কেউ এমন কৃতিত্ব দেখাতে পারেন নি।
যুবরাজের সেই রেকর্ডে ভাগ বসালেন হেলস। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়ারউইকশায়ারের বিপক্ষে বয়েড র্যানঙ্কিংয়ের করা ১১তম ওভারের শেষ তিন বলে ছক্কা হাঁকান নটিংহ্যামশায়ারের হয়ে খেলা হেলস। এরপর আতিক জাভেদের করা ১২তম ওভারের দ্বিতীয় বলেই স্ট্রাইকিং প্রান্তে যান হেলস। জাভেদের করা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে আরও তিনটি ছক্কা হাঁকান তিনি।
হেলসের এমন মারকুটে ব্যাটিংয়ে আট উইকেটের জয় পায় নটিংহ্যামশায়ার।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এমআর