ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ল্যাঙ্গার জাস্টিন ল্যাঙ্গার

ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হতে পারেন বলে ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে। ল্যাঙ্গার ছাড়াও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও রয়েছেন ভারতের নতুন কোচ হওয়ার তালিকায়।



জিম্বাবুয়ান ডানকান ফ্লেচারের টিম ইন্ডিয়ার কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে গত বিশ্বকাপের পর। বিসিসিআই তার সঙ্গে আর নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। ফলে, ভারতীয় ক্রিকেট বোর্ড দলের দায়িত্ব দেওয়ার জন্য কোচ খুঁজছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ড ল্যাঙ্গার আর অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়ে ভাবছে। তবে, অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত এখনও নেয় নি বিসিসিআই। তারা দু’জন যদি ভারতের কোচ হওয়ার আবেদন করে থাকেন, তবে বিসিসিআই তা গুরুত্ব দিয়ে ভাববে।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে মাত্র ৮টি ম্যাচ খেললেও ১০৫টি টেস্ট খেলেছেন ল্যাঙ্গার। আর ফ্লেচারের স্বদেশী অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ের হয়ে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।