ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের গ্রুপ পর্ব শেষে চারটি দল প্লে-অফে উঠেছে। দল চারটি ১৯ মে হতে শিরোপা জয়ের জন্য লড়বে।
এবারের আসরের আটটি দল নিজেদের মধ্যে মোট ১৪টি ম্যাচ খেলেছে। সর্বোচ্চ নয়টি জয় নিয়ে গ্রুপ পর্ব শেষে শীর্ষস্থান দখল করে চেন্নাই সুপার কিংস। ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় দুইয়ে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স, তিনে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর রাজস্থান রয়েলস।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসানের দলটি এবারের আসরের পঞ্চম অবস্থান নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে। সাকিবদের পরেই রয়েছে এক পয়েন্ট কম পাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ। টেবিলের সপ্তম দল হিসেবে আসর শেষ করেছে দিল্লি ডেয়ারডেভিলস। আর গ্রুপ পর্বে মাত্র ৬ পয়েন্ট পাওয়া গতবারের রানার্সআপ কিংস ইলেভেন পাঞ্জাবকে থাকতে হয়েছে টেবিলের তলানিতে।
প্লে-অফের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৯ মে ঘরের মাঠে নামবে মুম্বাই। রোহিত শর্মার দলটির প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এ ম্যাচে যে জয়ী হবে সরাসরি তারা ফাইনালে উঠে যাবে।
আর ২০ মে দ্বিতীয় প্লে-অফে ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ হিসেবে পুনের মাঠে নামবে রাজস্থান। দুই দলের মধ্যে বিজয়ী দলকে ২২ মে রাচি স্টেডিয়ামে লড়তে হবে প্রথম প্লে-অফের পরাজিত দলের বিপক্ষে। আর সে ম্যাচের বিজয়ী দল ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ২৪ মে ফাইনাল ম্যাচটি হবে কোলকাতার ইডেন গার্ডেনসে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এমআর