ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিটনেস নিয়ে সিরিয়াস টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ফিটনেস নিয়ে সিরিয়াস টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য রোববার (১৭ মে) ‍টাইগারদের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রাথমিক দল নিয়ে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হওয়ার কথা আগামী বুধবার থেকে।

তবে বসে নেই ক্রিকেটাররা। মূল ক্যাম্প শুরুর আগেই ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তারা।

পাকিস্তান সিরিজের পর ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন প্রায় সকল ক্রিকেটার। ফিটনেস ট্রেনারের অধীনে সারাদিনই চলে ক্রিকেটারদের শারীরিক কসরত। সোমবার সকালে বিসিবি একাডেমির জিমে গিয়ে দেখা মেলে তামিম-তাসকিন-মুমিনুল-সৌম্যদের।

মাশরাফি-মুশফিক-সাকিব-সাব্বির ছাড়া দলের সবাই জিমে সময় কাটিয়েছেন এ দিন। প্রাথমিক দলে ডাক পাওয়া পেসার শফিউল ইসলাম ও ইনজুরি কাটিয়ে দলে ফেরা এনামুল হক বিজয়ও ছিলেন ফিটনেস অনুশীলনে।

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ জুন ঢাকায় আসবে ভারত ক্রিকেট দল। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানী, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রজমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম ও রনি তালুকদার।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।