ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোলকাতার ‘অপয়া’ পাকিস্তানি মেহমুদ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৫
কোলকাতার ‘অপয়া’ পাকিস্তানি মেহমুদ! ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে গ্রুপ পর্ব পেরিয়ে প্লে-অফে উঠতে পারে নি সাকিব আল হাসানদের কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারের জন্য দোষারোপ করা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটার আজহার মেহমুদকে।



রাজস্থান রয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ রানে হারে কোলকাতা। আগের ১৩টি ম্যাচে না খেলানো পাকিস্তানি ক্রিকেটার আজহার মেহমুদকে শেষ ম্যাচে খেলায় কোলকাতা। এরপর থেকেই কোলকাতার সমর্থকরা পাকিস্তানি এ ক্রিকেটারকে ‘অপয়া’ বলে সমালোচনা করে যাচ্ছেন।

সুনীল নারাইনের পরিবর্তে নিজেদের শেষ ম্যাচে কোলকাতা মেহমুদকে খেলায়। বোলিংয়ে আক্রমণে এসে পাকিস্তানি এ ক্রিকেটার ৩ ওভারে রান খরচ করেন ৪১। কোনো উইকেট তুলে নিতে পারেন নি তিনি। ৫টি চারের সঙ্গে ছক্কা হজম করেছেন দুটি। আর ব্যাট হাতে করেন ৭ বলে ৬ রান।

কেন শেষ ম্যাচে নারাইনের পরিবর্তে মেহমুদকে নেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করেছেন দলটির মেন্টর হিসেবে নিয়োজিত থাকা জ্যাক ক্যালিস। তিনি বলেন, এটা আসলেই একটি কঠিন সিদ্ধান্ত ছিল। ম্যাচের আগে আমরা উইকেটে ঘাস দেখতে পাই। এ কারণে একজন সিমার খেলাতে বাধ্য হই। এর সঙ্গে মেহমুদকে দলে রেখে ব্যাটিং শক্তিও বাড়াতে চেয়েছিলাম আমরা।

উল্লেখ্য, পাকিস্তান জাতীয় দলের এক সময়ের তারকা অলরাউন্ডার আজহার মেহমুদ দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে সেখানে বাস করছেন। আইপিএলে কোনো পাকিস্তানিকে এবারের আসরে অংশগ্রহনের অনুমতি দেওয়া না হলেও ইংলিশ নাগরিকত্ব থাকায় মেহমুদ আইপিএলের অষ্টম আসরে অংশ নিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৯ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।