ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে সতর্ক করলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৫
ভারতকে সতর্ক করলেন ওয়াসিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বকাপের আসরে লাল-সবুজের বাংলাদেশ পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। এরপর থেকে টিম বাংলাদেশকে বেশ সমীহের চোখে দেখছে ক্রিকেট মহল।

পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে সফরকারী টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিলেন।

সুইং অব সুলতান খ্যাত ওয়াসিম টিম ইন্ডিয়াকে জানিয়ে দিলেন টাইগারদের বিপদজনক হয়ে ওঠার বিষয়টি। দক্ষিণ এশিয়ার ভয়ঙ্কর দল হিসেবে বাংলাদেশ কতোটা বিপদজনক তা বোঝাতে টানলেন সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের কথা।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে এক রকম নাস্তানাবুদ হয়ে ফিরে যায় ওয়াসিমের উত্তরসূরিরা। তিনটি ওয়ানডে ম্যাচে হারে পাকিস্তান। দেশটির তারকা টি-টোয়েন্টি স্পেশালিস্টদের উড়িয়ে এনেও টাইগারদের রুখতে পারে নি সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও। ওয়ানডেতে বড় ব্যবধানের হারের পর একমাত্র টি-টোয়েন্টিতেও পরাজয়ের লজ্জা নিয়ে ফিরে যায় পাকিস্তান।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আয়োজিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের বলি হয় মাশরাফি বাহিনী। নয়তো ক্রিকেট বিশ্বকে ঝাঁকুনি দিয়ে সেমিফাইনালের টিকিট করে নিতো টাইগাররা।

বিশ্বকাপের পরে পাকিস্তানকে হারানো বাংলাদেশ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ভারতকে বুঝতে হবে বাংলাদেশ খুবই বিপদজনক একটি দল। যদি তারা (ভারত দল) সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রাখে, সেটি ভালো। তাদের বুঝতে হবে তাতে কিন্তু হুমকী থেকেই যাচ্ছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম বাংলাদেশকে হালকা করে না দেখার ব্যাপারটি ভারতকে বোঝাতে গিয়ে আরও যোগ করেন, নিজেদের মাটিতে বাংলাদেশ ভিন্ন একটি দল। তাদের সঙ্গে সব সময় সমর্থকরা থাকে।

ওয়াসিম বলেন, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো তাকালে বোঝা যায় তারা কতোটা ট্যালেন্টেড ক্রিকেটার। নিউজিল্যান্ডের মতো বড় দল বাংলাদেশের মাটিতে গিয়ে হিমশিম খেয়েছে। টি-টোয়েন্টি থেকে শুরু করে এশিয়া কাপে বাংলাদেশ ভালো করেছে। এদিকে ভারতের লম্বা সূচির পর আসন্ন সিরিজ তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

টাইগার ক্রিকেটারদের প্রশংসা করে ওয়াসিম বলেন, বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যান রয়েছে যাদের ব্যাটিং গড় বেশ ভালো। তাদের রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আমারও ফেভারিট একজন ক্রিকেটার। তামিমের মতো অভিজ্ঞ ও ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে বলে-কয়ে হারানোয় পুরো ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে ভারত-বাংলাদেশ সিরিজের দিকে। হাইভোল্টেজ এ সিরিজটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। ১০ জুন সিরিজের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ জুন। দিবারাত্রির তিনটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৯ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।