ঢাকা: ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। যেখানে খেলতে তারও দুই বছর আগে জিততে হয়েছিল ‘১৯৯৭ আইসিসি ট্রফি’।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে অন্যতম সেরা সংগঠক হিসেবে পরিচিত মুখ আমিনুল হক মনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন রয়েছেন ইউনাইটেড হাসপাতালে। তার রোগমুক্তি কামনা করে আজ (বুধবার, ২০ মে) বাদ এশা ধানমন্ডির ঈদগাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছেন তার শুভাকাঙ্ক্ষিরা। সেখানে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আমিনুল হক মনি একসময় বিসিবির ১৮ জন কোচের দেখভালের দায়িত্ব পালন করেন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে থেকে। নির্বাচিত সাবেক এ বোর্ড পরিচালক ক্রিকেট বোর্ডের পাশাপাশি মোহামেডান ক্রিকেট ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন। নিজেও ক্রিকেট খেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যায় প্রথম শ্রেনীতে পাশ করা মেধাবী আমিনুল। ক্রিকেট খেলেছেন গোপীবাগের ক্লাব বাংলাদেশ বয়েজের হয়ে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ২০ মে ২০১৫
এমআর