ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএল-ই টাইগারদের ‘আসল’ প্রস্তুতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ২০, ২০১৫
বিসিএল-ই টাইগারদের ‘আসল’ প্রস্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল। আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট লড়াই।



ভারত-বধে ইতিমধ্যে আনুষ্ঠানিক কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। বুধবার সকালে কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা রিপোর্ট করার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এর পর মিরপুর একাডেমিতে প্রায় দুই ঘন্টার ফিটনেস পরীক্ষাও হয়েছে ক্রিকেটারদের।

তামিম-সাকিব-মাশরাফিদের ফিটনেস টেস্টে সন্তুষ্টি ঝড়েছে ভিল্লাভারায়নের কন্ঠে। আগামিকালও চলবে ফিটনেস ট্রেনিং। এরপর ধারাবাহিকভাবে ফিল্ডিং-ব্যাটিং-বোলিংয়ে মনযোগী হবেন মাশরাফি-সাকিব-তামিমরা। মাঝে রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের খেলা। ২৪ মে শুরু হওয়া ম্যাচ দুটিতে অংশ নেবেন ২৩ সদেস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা প্রায় সকল ক্রিকেটারই।

তাইতো, ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বিসিএলের চার দিনের ম্যাচ দুটিকে বাংলাদেশের আসল প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই সঙ্গে বিসিএলের ম্যাচ দুটি ক্রিকেটারদের জন্য পরীক্ষারও। বিসিএলের পারফরম্যান্স দেখে প্রাথমিক স্কোয়াড থেকে গঠিত হবে মূল স্কোয়াড। বিসিএলের ম্যাচ দুটিতে নজড় থাকবে নির্বাচকদেরও।

বিসিএলের ম্যাচই যে টাইগারদের আসল প্রস্তুতি হতে চলেছে সেটা মানলেন কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নও। ‍এই কোচ জানান, ‘ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের আসল প্রস্তুতি হচ্ছে বিসিএল। আমার এটা খুব ভালো লেগেছে ক্রিকেটাররা খুব সিরিয়াস। সেই সঙ্গে তাদের আচরণও বদলে গেছে। বিসিএলের আগে আমরা আরো চারদিন সময় পাব। আশা করি, এ সময়টা‍ তারা ভালোভাবেই কাজে লাগাবে। ’

বাংলাদেশের ক্রিকেট সূচিতে আগামীতে অনেক ব্যস্ততা থাকবে উল্ল্যেখ করে তিনি বলেন, ‘সামনে আমাদের ক্রিকেট সূচিতে অনেক ব্যস্ততা। সেটা মাথায় রেখে ফিটনেস নিয়ে ক্রিকেটাররাও সিরিয়াস। ’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ ও শেষ রাউন্ড আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

বিসিএলের ম্যাচ দুটির পর ফের শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিকদের অধীনে চলবে অনুশীলন কার্যক্রম। বর্তমানে তারা সবাই ছুটিতে নিজ নিজ দেশে অবস্থান করছেন। বিসিএলের ম্যাচ দুটি শেষ হতেই বাংলাদেশে ফিরবেন তারা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২০ ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।