ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পন্সর হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মৌখিকভাবে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষ্যে বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুরে কনফারেন্স সেন্টারে দুপুর সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পন্সর হওয়ার বিষয়টি তুলে ধরা হবে।
এর আগে বুধবার (২০ মে) আগামী দু’বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশিপ পায় ‘টপ অব মাইন্ড’। ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে নিলামের মাধ্যমে স্পন্সরশিপ পায় মিডিয়া প্ল্যানিং এ কোম্পানিটি। তাদের কাছ থেকে শর্ত পূরণের ভিত্তিতে মাশরাফি-তামিম-মুশফিক-সাকিবদের টাইগার বাহিনীর নতুন স্পন্সর হল রবি।
আসছে ভারত সফর থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি। জানা যায় বাংলাদেশ মূল ক্রিকেট দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দল ও মহিলা দলের স্পন্সরশিপে থাকবে প্রতিষ্ঠানটি।
এর আগে চার বছরের চুক্তি শেষ হওয়ার পনের মাস আগেই সাহারা গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এর আগে ২০০৪-২০১২ এই আট বছর বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ছিল আরেক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ২১ মে ২০১৫
এমআর