ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ভারতের পূর্ণ শক্তির দল ঘোষিত হওয়ায় নিজের সন্তুষ্টি ব্যক্ত করেছেন টাইগারদের ওয়ানডে আর টি-টোয়েন্টির দলপতি মাশরাফি বিন মুর্তজা। বুধবার (২০ মে) বিরাট কোহলিকে অধিনায়ক করে টেস্ট স্কোয়াড ও যথারীতি মহেন্দ্র সিং ধোনিকে নেতৃত্বে রেখে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।



এর আগে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানোর একটা গুজব উঠে। কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম চাওয়াকে কেন্দ্র করে এই সম্ভাবনাটা আরো জোড়ালো হয়। কিন্তু, পাকিস্তানকে টাইগাররা যেভাবে ধবলধোলাই করেছে তাতে করে বিসিসিআই মোটেই ঝুঁকি নিতে চায়নি। স্কোয়াড ঘোষণার মধ্য দিয়েই তা প্রমাণিত হয়।

বৃহস্পতিবার (২১ মে) এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘ভারত পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসবে এটাই আমরা প্রত্যাশা করেছিলাম। ভারতের বিশ্বকাপ স্কোয়াডটিই আসছে। শুধুমাত্র ইনজুরির কারণে মোহাম্মদ শামি নেই। তাদের দ্বিতীয় সারির দলও শক্তিশালী। পূর্ণ শক্তির দল হলে চ্যালেঞ্জটা আরো বেড়ে যায়। ’

টাইগার দলপতি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে মূল চ্যালেঞ্জটা আমাদের বোলারদের ওপরই থাকবে। তাদের ব্যাটিং লাইনআপটা বিশ্বমানের। এই সিরিজটি মোটেই সহজ হবে না। তবে, আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ভালো পারফরম্যান্সের জন্য দলের সবাই আত্মবিশ্বাসী। ’

উল্লেখ্য, ১০ জুন ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা। তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, মে ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।