ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুট-স্টোকসের ব্যাটে হতাশ কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৫
রুট-স্টোকসের ব্যাটে হতাশ কিউইরা

ঢাকা: বিশ্বকাপে দুর্দান্ত খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে খানিকটা চাপেই ছিল ইংল্যান্ড। লর্ডসে প্রথম টেস্টে টিম সাউদি ও ম্যাট হেনরির বোলিং তোপে ত্রিশ রানেই চার উইকেট হারিয়ে বসে ইংলিশরা।

স্বল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা থাকলেও সেখান থেকে দলকে টেনে তোলেন জো রুট ও বেন স্টোকস। এ দু’জনের ব্যাটে ভর করে প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ৩৫৪ রান।

পঞ্চম উইকেট জুটিতে ১৬১ রান করার পর স্টোকস (৯২) ফিরে গেলেও জস বাটলারের সঙ্গে আরো ৬০ রানের জুটি গড়েন রুট। কিন্তু, হেনরির বলে টম লাথামের ক্যাচে পরিণত হয়ে মাত্র দুই রানের জন্য শতক বঞ্চিত হন এই ডানহাতি ব্যাটসম্যান।

পরে বাটলার ও মঈন আলী সপ্তম উইকেট জুটিতে ১০৩ রান করে বড় সংগ্রহের ভীত গড়ে দেন। দুর্ভাগ্যজনকভাবে দিনের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন বাটলার (৬৭)। দ্বিতীয় দিনে ৪৯ রানে অপরাজিত থাকা মঈনের ব্যাটে ইংলিশরা আর কতটুকু এগোতে পারে সেটিই এখন দেখার পালা।

কিউইদের হয়ে হেনরি তিনটি উইকেট দখল করেন। বিশ্বকাপে আলো ছড়ানো বাঁহাতি বিধ্বংসী বোলার বোল্ট নেন দুই উইকেট। সাউদি ও মার্ক ক্রেইগ একটি করে উইকেট লাভ করেন।

উল্লেখ্য, দু’দলের জন্য এটি শততম টেস্ট ম্যাচ ছিল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ১৯৩০ সালে নিজেদের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল। এরপর উভয় দল একে একে ৯৯টি ম্যাচে অংশগ্রহণ করে। যেখানে ৩৪টি সিরিজ অনুষ্ঠিত হয়।

সিরিজ বা ম্যাচ জয়ের দিক থেকে অবশ্য ইংলিশরা যোজন যোজন এগিয়ে। দলটি ২৩টি সিরিজ জয়ের পাশাপাশি ৪৭টি ম্যাচ জিতেছে। অন্যদিকে, কিউইরা মাত্র তিনটি সিরিজ জয়ের সঙ্গে জিতেছে শুধু আটটি ম্যাচে। বাকি ৪৪টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘন্টা, মে ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।