ঢাকা: শিক্ষা দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। প্রথম কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে তিনি এ দায়িত্ব পাচ্ছেন।
২৪ আগস্ট ভারত-অস্ট্রেলিয়া এডুকেশন কাউন্সিলের অধিবেশনে অফিসিয়ালি গিলক্রিস্টের নাম ঘোষণা করা হবে।
অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রি ক্রিস্টোফার পেইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া-ভারতের শিক্ষা দূত হিসেবে আমি গিলক্রিস্টের নাম আনন্দের সঙ্গে ঘোষণা করছি। তিনি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছি। দুই দেশের শিক্ষার সম্পর্ক বৃদ্ধিতে আর উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে গিলক্রিস্ট আমাদের সহায়তা করবেন।
শিক্ষা দূত হিসেবে নিয়োগ পেয়ে বেশ রোমাঞ্চিত অজিদের হয়ে ৯৬টি টেস্ট আর ২৮৭টি ওয়ানডে খেলা গিলক্রিস্ট। তিনি এ প্রসঙ্গে বলেন, এরকম একটি দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে আমি গর্ব অনুভব করছি। শিক্ষার উন্নয়নে দুই দেশের মধ্যে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।
গিলক্রিস্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে হায়দ্রাবাদের দল ডেকান চার্জাস, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন ভারতের মাটিতে। ২০০৮ সালে ডেকানের হয়ে খেলা গিলক্রিস্ট পরের মৌসুমে দলটির নেতৃত্ব দিয়ে আইপিএলের শিরোপা পাইয়ে দেন দলকে। চতুর্থ আসরে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অধিনায়ক হিসেবে নাম লেখান।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এমআর