ঢাকা: খেলে ফেললেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি। শ্রীলঙ্কান জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যাবে না কুমার সাঙ্গাকারাকে।
ক্রিকেটের তিন ফরম্যাটেই অসাধারণ পারফরমেন্স করা সাঙ্গাকারাকে বিদায় বেলা শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সোমবার (২৪ আগস্ট) ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে অবসরে যান এ কিংবদন্তি।
রিচার্ডসন বলেন, ‘ক্রিকেট থেকে একজন গ্রেট তারকা অবসর নিল। তিনি ক্রিকেটের পাশাপাশি একজন দূত হিসেবেও অসাধারণ। তিনি তার ক্যারিয়ারে ব্যাটিং ও উইকেটের পেছনে কিপিংটাও দারুণ উপভোগ করেছেন। সাঙ্গা ক্রিকেটের জন্য উদাহারণ হয়ে থাকবেন। ’
সাঙ্গাকারা বিগত ১৫ বছর ধরে ক্রিকেটে নিজের আধিপত্য বিস্তার করে রাখেন। এ সময় তিনি ১৩৪ টেস্টে ১২,৪০০ রান, ৪০৪ ওয়ানডেতে ১৪,২৩৪ রান ও ৫৬ টি-টোয়েন্টিতে ১৩,৮২ রান করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএমএস