ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিন কন্ডিশনিং ক্যাম্পে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
তৃতীয় দিন কন্ডিশনিং ক্যাম্পে টাইগাররা সংগৃহীত

ঢাকা: একদিন বিরতি দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে আবার শুরু হয়েছে দেশের শীর্ষ ক্রিকেটারদের নিযে কন্ডিশনিং ক্যাম্প। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে দুপুর অবধি চলে ফিটনেস নিয়ে ক্রিকেটারদের কার্যক্রম।



কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়েনের অধীনে দীর্ঘক্ষণ রানিং করেন ক্রিকেটাররা। এরপর  দলবদ্ধভাবে স্ট্রেচিংয়ে অংশ নেন মুশফিক-তামিম-সৌম্যরা। নিজেদের মধ্যে ফুটবল ম্যাচ দিয়ে শেষ হয় ক্যাম্পের তৃতীয় দিনের কার্যক্রম।

ফিটনেস অনুশীলন শেষে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানসহ কয়েকজন ক্রিকেটার ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন।

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আগামী ছয় মাস ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের। দেশের শীর্ষ ক্রিকেটারদের ফিট রাখতে ২২ আগস্ট থেকে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।