ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ডকে ২৩ রানে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আয়ারল্যান্ডকে ২৩ রানে হারালো অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: একমাত্র ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে বৃষ্টি-আইনে ২৩  রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বেলফাস্টের সিভিল সার্ভিস ক্লাব মাঠে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে অজিদের সঙ্গে লড়াই জমিয়ে তুলেও শেষ অবধি হার মেনেছে আইরিশরা।

ডাক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে ২৪ ওভারে ১৮১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ম্যাচের দুই বল বাকী থাকতে ১৫৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।

আয়ারল্যান্ড দলীয় মাত্র ৭ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে এড জয়েস ও নেইল ও’ব্রায়েন ৮৬ রান যোগ করে ম্যাচে লড়াইয়ের আভাস দেন। ৩৩ বলে ৪৪ রান করে জয়েস বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আইরিশরা।   সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের হাল ধরেন স্টুয়ার্ট থম্পসন। ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলে থম্পসন সাজঘরে ফিরলে কোনঠাঁসা হয়ে পড়ে স্বাগতিকরা। ১৫৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪৫ রান আসে নেইল ও’ব্রায়েনের ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান নাইল সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সয়েল নেন দুটি করে উইকেট ।

এর আগে ভেজা আউটফিল্ডের কারণে বেলফাস্টে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়।   ৪৭ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪০.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তোলার পর বৃষ্টি শুরু হয়।   অজিদের  দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জো বার্নস। নিজের অভিষেক ম্যাচে ৭০ বলে ৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বার্নস। ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮৪ রান। এ দু’জন ওপেনিংয়ে ১৩৯ রানের জুটি গড়েন। এই দুই ওপেনারের বিদায়ের পর অজিদের রান রেট কমিয়ে আনেন আয়ারল্যান্ডের বোলাররা। অজি অধিনায়ক স্টিফেন স্মিথের ২১ ও পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা শেন ওয়াটসনের অপরাজিত ২৬ রানে ভর করে ৪০.২ ওভারে ২২২ রান তোলে সফরকারীরা।

বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হওয়ায় অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে না পাঠিয়ে আয়ারল্যান্ডকে ডিএল মেথড অনুসারে ২৭ ওভারে ১৯৫ রানের টার্গেট বেঁধে দেন আম্পায়াররা। ৬.২ ওভারে ২ উইকেটে ২৭ রান তোলার পর ফের বৃষ্টিতে খেলা বন্ধ থাকলে ২৪ ওভারে ১৮১ রানের নতুন টার্গেট বেঁধে দেওয়া হয় আইরিশদের।

আয়ারল্যান্ডের হয়ে টিম মার্তাগ সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া  ক্রেইগ ইয়াং, জন মুনি, স্টুয়ার্ট থম্পসন ও এন্ডি ম্যাকব্রিন একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।