ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বের তৃতীয় সেরা স্পিনার সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বিশ্বের তৃতীয় সেরা স্পিনার সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ চলতি বছরের টেস্টে সেরা স্পিনার খোঁজার জন্য একটি ভোটিং পোলের আয়োজন করেছিল। সাদা পোশাকের সেরা স্পিনার হিসেবে এ তালিকায় তৃতীয় হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।



প্রকাশিত এ তালিকায় এক নম্বর জায়গাটি গেছে পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহর দখলে। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সাকিবের পরে স্থান পেয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ এবং অস্ট্রেলিয়ার নাথান লিওন।

জরিপে তালিকায় এক নম্বরে জায়গা পাওয়া ইয়াসির শাহ পেয়েছেন ৩১ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা অশ্বিন পেয়েছেন ২৩ শতাংশ ভোট। আর ঠিক পরেই থাকা সাকিব পেয়েছেন ২১ শতাংশ ভোট। চতুর্থ স্থানে থাকা লঙ্কান স্পিনার হেরাথের দখলে গেছে ১৬ শতাংশ ভোট। আর অজি স্পিনার লিওন পেয়েছেন ৯ শতাংশ ভোট।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।