ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগান যুবাদের সামনে ২১৭ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আফগান যুবাদের সামনে ২১৭ রানের লক্ষ্য ছবি: সংগৃহীত

ঢাকা: ‌আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নবম স্থান নির্ধারণী (প্লে-অফ) ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তানকে ২১৭ রানের ‍লক্ষ্যমাত্রা দিয়েছে জিম্বাবুয়ে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ করে জিম্বাবুয়ের যুবারা।



দলের পক্ষে উইলিয়াম মাসিঙ্গে সর্বোচ্চ ৬৬ ও রায়ান মারে করেন ৫৩ রান। শেষ দিকে এডাম কিফের ব্যাট থেকে ৩৮ রান আসলে মাঝারি সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

আফগান স্পিনার জিয়াউর রেহমান  ও মুসলিম মূসা তিনটি করে উইকেট নেন। রশিদ খান, তারিক স্তানিকজাই ও করিম জানাত নেন একটি করে উইকেট।

এ ম্যাচের বিজয়ী দল নবম স্থান পেয়ে বিশ্বকাপ শেষ করবে। হেরে যাওয়া দল পাবে দশম স্থান। আইসিসি অ-১৯ বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।