ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব একাদশে সাকিব-আল আমিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিশ্ব একাদশে সাকিব-আল আমিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আর একদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব। ১০ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৩ এপ্রিল।

ভারতে অনুষ্ঠেয় এবারের আসরে ফেভারিট ধরা হচ্ছে স্বাগতিক সহ একাধিক দলকে। সেই সঙ্গে প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে গ্রুপ ‘টু’তে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

এদিকে বিশ্বকাপ শুরু আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফক্স স্পোর্টস’ তৈরি করেছে বিশ্ব একাদশ। ফক্স স্পোর্টসের বিশেষজ্ঞদের তৈরি এই একাদশে দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশের রয়েছেন সর্বোচ্চ দু’জন করে ক্রিকেটার।

একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান থেকে। তবে এ তালিকায় স্থান হয়নি কোনো ইংলিশ ক্রিকেটারের।

বিশ্ব একাদশের এ তালিকায় টাইগারদের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ফাস্ট বোলার আল আমিন হোসেন।

একাদশে সাকিবকে বিবেচনার প্রসঙ্গে বলা হয়, সাকিব ২০১৬ সালে ব্যাটিংয়ে এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করেনি। তবে বাংলাদেশি এই অলরাউন্ডার বোলিংয়ে ছিলেন দারুণ। ২১.৬৪ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। আর তাকে এই দলে নির্বাচন করাটা ছিলো অনুমেয়।

অন্যদিকে সম্প্রতি বোলিংয়ে দুর্দান্ত করা আল আমিন সম্পর্কে বলা হয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আল আমিন টি-২০’তে দারুণ খেলেছে। এ বছর টাইগারদের হয়ে বোলিংয়ে সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি। ১১.৫০ গড়ে নিয়েছেন ২২টি উইকেট। এটা চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা।

ফক্স স্পোর্টসের চোখে বিশ্ব একাদশ: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক-আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), ডেভিড মিলার (দ. আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), সাকিব আল হাসান (বাংলাদেশ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মোহাম্মদ আমির (পাকিস্তান), আল আমিন হোসেন (বাংলাদেশ) ও কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।