ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে মালিঙ্গাকে নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিশ্বকাপে মালিঙ্গাকে নিয়ে সংশয় ছবি: ফাইল ফটো

ঢাকা: শ্রীলঙ্কার সেরা পেসার লাসিথ মালিঙ্গা, যিনি ইনজুরি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অবশেষে টি-২০ বিশ্বকাপে অংশ নিতে তিনি ভারত পৌঁছেছেন।

টিম সতীর্থরা যথাসময়েই ওই দেশে উড়াল দেন। কিন্তু বাঁ হাঁটুর চিকিৎসার জন্যই কালবিলম্ব করেন মালিঙ্গা। তাই আফগানিস্তানের বিপক্ষে (মার্চ ১৭) লঙ্কানদের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বলা যায়, ‘হাফ ফিট’ মালিঙ্গাকে নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে শ্রীলঙ্কা। যিনি নিজেও নিজের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন। তাছাড়া, বোলিং করার সময় তাঁর পুরো শরীরের ভারটা বাঁ হাঁটুর ওপরই পড়ে!

কলম্বো বিমানবন্দর ছাড়ার আগে (১৩ মার্চ) মালিঙ্গা বলেন, ‘এটা হাঁড়ের ইনজুরি যা ঠিকভাবে পরিচালিত করা যায় না বা মেডিকেল চিকিৎসাতেও পুরোপুরি ভালো হয় না। ফিটনেসের জন্য আমার শুধুমাত্র কিছু ইনজেকশনস (ব্যথানাশক পেইনকিলার নয়) রয়েছে। এর একমাত্র প্রতিকার হচ্ছে বিশ্রাম। আমি দলের সঙ্গে পরবর্তী কয়েকদিন অনুশীলন করে দেখব, আমার হাঁটু কতটা চাপ নিতে পারে। যদি আমি ব্যথা অনুভব না করি তবে প্রথম ম্যাচেই খেলব, কিন্তু এর বিপরীত হলে সিদ্ধান্তটা নেবেন নির্বাচকরা। ’

গত বছরের ডিসেম্বর থেকেই হাঁটুর ইনজুরির চিকিৎসা নিচ্ছেন মালিঙ্গা। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ মিস করেন। পরে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে আসেন। কিন্তু, আরব আমিরাতের বিপক্ষে জয়ের পর আবারো মাঠের বাইরে চলে যান ৩২ বছর বয়সী এ ‘বিধ্বংসী’ পেসার।

২০১৫ সালের শুরু থেকে লঙ্কানদের ১৩টি টি-টোয়েন্টির মধ্যে মাত্র পাঁচটিতে দলে ছিলেন মালিঙ্গা। বোঝাই যাচ্ছে, হাঁটুর ইনজুরিটা তাকে কতটা ভোগাচ্ছে।

গত মাসে এশিয়া কাপ চলাকালীন সময়েই মালিঙ্গা ইঙ্গিত দেন, বিশ্বকাপ শেষেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এবার কলকাতায় পা রেখে বলেন, ‘এতো ফিট বোলার থাকতে নির্বাচকরা আমার মতো একজন ‍হাফ-ফিট বোলারকে কেন দলে নিতে চাচ্ছেন?’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।