ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে তামিম-আমিরদের দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে তামিম-আমিরদের দ্বৈরথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আর কয়েক ঘণ্টা পরেই ইডেন গার্ডেন্সে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। টি-২০ বিশ্বকাপের সুপার টেনের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতকে দুঃস্বপ্ন উপহার দিয়েছে নিউজিল্যান্ড।

এবার এশিয়ার দুই পরাশক্তির লড়াই দেখতে দৃষ্টি রাখছে ক্রিকেট বিশ্ব।

ব্যাট-বলের লড়াইয়ে দু’দলের ক্রিকেটাররা একে অপরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তামিম-আমির, সাব্বির-ইরফান, মাশরাফি-মালিক, সাকিব-সরফরাজ, তাসকিন ও হাফিজের মধ্যকার দ্বৈরথটা কেমন হবে সেটিই এখন দেখার অপেক্ষা।

তামিম ইকবাল-মোহাম্মদ আমির: বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামলে প্রথমেই আমিরের ‘বিধ্বংসী’ বোলিংয়ের সামনে পড়বেন তামিম। তবে ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ ওপেনার যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। কোয়ালিফাইং রাউন্ডে তাঁর ব্যাটিং ছিল নজরকাড়া। এবার ‘মূল’ বিশ্বকাপে নিজেকে মেলে ধরার অপেক্ষায় তামিম।

সাব্বির রহমান-মোহাম্মদ ইরফান: টি-২০ ফরমেটে বাংলাদেশের টপঅর্ডারে নির্ভরতার প্রতীক হয়ে উঠছেন সাব্বির। পাকিস্তান ম্যাচে বিশ্বের সবচেয়ে লম্বা খেলোয়াড় ইরফানের বাউন্সি বলের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ওয়ানডাইনে খেলা এ হার্ডহিটার ব্যাটসম্যান। এশিয়ার কাপের সর্বোচ্চ রানগ্রাহক (মূল পর্বে) সাব্বির নিশ্চয়ই ইরফানকে ছেড়ে কথা বলবেন না!

মাশরাফি বিন মর্তুজা-শোয়েব মালিক: দুর্দান্ত অধিনায়কত্বের সঙ্গে মিতব্যয়ী বোলিংয়ে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। অন্যদিকে, অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক পাকিস্তানের ভরসার প্রতীক। যিনি বুধবারের ম্যাচটিতেও উইকেটে দাঁড়িয়ে যেতে পারেন। তাই ইনিংসের মাঝপথে মাশরাফি ও শোয়েবের মধ্যে ব্যাট-বলের লড়াইটা জমবে বেশ!

সাকিব আল হাসান-সরফরাজ আহমেদ: সাকিব ও সরফরাজ দু’জনই দলের সাফল্য এনে দিতে পারেন। সাম্প্রতিক সময়ে ঠিক ছন্দে না থাকলেও দীর্ঘদিন থেকেই বাংলাদেশ দলের ম্যাচ উইনার হয়ে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। অন্যদিকে, ঠান্ডা মাথার ব্যাটিংয়ে দলের বাড়তি শক্তি যোগাচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ।

তাসকিন আহমেদ-মোহাম্মদ হাফিজ: মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে ইনিংসের শুরুতেই বল হাতে দক্ষতার প্রমাণ দিচ্ছেন তাসকিন। পূর্ণ ফিটনেস নিয়ে পাকিস্তান ম্যাচেই হয়তো তাসকিনের সঙ্গী হবেন মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে যেকোনো দলেরই প্রথম লক্ষ্য থাকে ‘প্রফেসর’ হাফিজকে ফেরানো। তাসকিনের কাছেও মাশরাফির সেই প্রত্যাশাই থাকবে।

সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগলেও শ্রীলঙ্কার বিপক্ষে (১৪ মার্চ) প্রস্তুতি ম্যাচ দিয়ে রানে ফিরেছেন হাফিজ। খেলেছেন ৪৯ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস। তাঁর ফর্মে ফেরাটা পাকিস্তানের টপ অর্ডারে এনে দিয়েছে স্বস্তি। তবে দুর্দান্ত তাসকিনের বল সামলাতে পারবেন তো হাফিজ?

বুধবার (১৬ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে মাশরাফিদের বিপক্ষে মাঠে নামবেন হাফিজ-আফ্রিদিরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সবশেষ এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিয়েছিল টাইগাররা। এবার বিশ্বমঞ্চে আবারো মুখোমুখি দু’দল।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।