ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৫তম ওভারেও এলো ৫ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
১৫তম ওভারেও এলো ৫ রান ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোহাম্মদ ইরফান তার প্রথম দুই ওভার করে দিয়েছিলেন ১৩ রান। ব্যক্তিগত তৃতীয় এবং দলের হয়ে ১৫তম ওভারে বল করতে এসেও আরও বঞ্চিত রাখলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের।

দিলেন মাত্র ৫ রান।

এই ওভারে সাকিব আল হাসান একটি দর্শনীয় চারের মার মেরেছেন। পরে বলেই একরান নিয়ে দ্বিতীয় কোনো খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজারের বেশি রান নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন।

২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৮ রান।

ক্রিজে আছেন সাকিব আল হাসান ২৬ রানে, আর মুশফিকুর রহিম ১৪ রানে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এইচএ/এসএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।