ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাহানারাদের সামনে এবার ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জাহানারাদের সামনে এবার ইংল্যান্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: স্বাগতিক ভারতের কাছে ৭২ রানের ‍হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জাহানারা ‍আলমদের সামনে এবার কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ৠাঙ্কিংয়ের দুই নম্বর দলটির বিপক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ।
 
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। প্রথম ম্যাচে এ মাঠেই ভারতের কাছে অসহায় আত্মসমর্পন করে আয়শা-শারমিন-সালমারা। বাজে বোলিং, ক্যাচ মিস ও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারে নারী দল।
 
ভারতের মেয়েদের ১৬৩ রানের জবাবে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশের নারীরা। ইংল্যান্ডের কাছে কাল বাংলাদেশ দল হারলে সেমিফাইনালে ওঠার লড়াই থেকে অনেকটাই ছিটকে যাবে।

এ ম্যাচের পর ‘বি’ গ্রুপের শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সাথে খেলবে বাংলাদেশ। ২০ মার্চ মোহালিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে জাহারানাদের ম্যাচ। ২৪ মার্চ দিল্লীর ফিরোজ শাহ কোটলায় শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্ট, ১৭ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।