ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের শিরোপা ওয়ালটন সেন্ট্রাল জোনের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিসিএলের শিরোপা ওয়ালটন সেন্ট্রাল জোনের ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ আসরের শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বৃহস্পতিবার (১৭ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিপক্ষে শেষ রাউন্ডের ম্যাচটি ‘ড্র’ করে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে সেন্ট্রাল জোন।

এর আগে ২০১২-১৩ মৌসুমে বিসিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল দলটি।
 
শেষ রাউন্ডের ম্যাচে মাঠে নামার আগে ৫৫ পয়েন্ট নিয়ে সবার চেয়ে এগিয়ে ছিল সেন্ট্রাল জোন। নর্থ জোনের বিপক্ষে ম্যাচ ড্র করে তারা পায় আরও ৯ পয়েন্ট। ৬ ম্যাচে এক জয় ও পাঁচ ড্র’তে ৬৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো তারা।
 
সংক্ষিপ্ত স্কোর:
নর্থ জোন-৩৭৮ ও ২৯৩/৮ (ইনিংস ঘোষণা)
সেন্ট্রাল জোন-৩০৬ ও ২৫৭/২
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি ড্র হলেও দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি চলে এসেছিল সেন্ট্রাল জোন। ৩৬৬ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নামা সেন্ট্রাল মার্শাল আইয়ুবের ‍অপরাজিত সেঞ্চুরি (১০১), সৈকত আলীর ৫৭ ও রকিবুল হাসানের অপরাজিত ৫৪ রানে ভর করে ৫৪ ওভারে ২৫৭ রান তোলার পর দুই অধিনায়কের সম্মতিতে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৩ উইকেটে ১৩৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্কোরবোর্ডে ৮ উইকেটে ২৯৩ রান হওয়ার পর ইনিংস ঘোষণা করে বিসিবি নর্থ জোন। জহরুল ইসলাম অমির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৩ রান।
 
তানভির হায়দার নেন সর্বোচ্চ ৪টি উইকেট। মোহাম্মদ শরিফ নেন দুই উইকেট। একটি করে উইকেট লাভ করেন মোশাররফ হোসেন ও শরিফউল্লাহ।
 
প্রথম ইনিংসে নর্থ জোনের ৩৭৮ রানের জবাবে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস শেষ হয় ৩০৬ রানে। প্রথম ইনিংসে নর্থ জোন ৭২ রানে এগিয়ে থাকায় সেন্ট্রাল জোনের জয়ের টার্গেট দাঁড়ায় ৩৬৬ রান।
 
৬ ম্যাচে এক জয় ও পাঁচ ড্র’তে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। একই দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে ড্র করে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
 
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।