ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিঙ্গার বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
মালিঙ্গার বিশ্বকাপ শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম(ফাইল ফটো)

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপে না খেলেই দেশে ফিরতে বাধ্য হলেন লাসিথ মালিঙ্গা। শুক্রবার (১৮ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গত সপ্তাহে ভারতে পা রেখেছিলেন লঙ্কান টি-২০ অধিনায়ক।

কিন্তু, ফিটনেসে ঘাটতি থাকায় মালিঙ্গাকে কলম্বো ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এসএলসি’র নির্বাচকরা এখনো বিকল্প খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি। সুপার টেনে আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের প্রথম ম্যাচেও একাদশের বাইরে ছিলেন মালিঙ্গা। এবার তো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন!

গত বছরের ডিসেম্বর থেকেই হাঁটুর ইনজুরির চিকিৎসা নিচ্ছেন মালিঙ্গা। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ মিস করেন। পরে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে আসেন। কিন্তু, আরব আমিরাতের বিপক্ষে জয়ের পর আবারো মাঠের বাইরে চলে যান ৩২ বছর বয়সী এ ‘বিধ্বংসী’ পেসার।

২০১৫ সালের শুরু থেকে লঙ্কানদের ১৩টি টি-টোয়েন্টির মধ্যে মাত্র পাঁচটিতে দলে ছিলেন মালিঙ্গা। বোঝাই যাচ্ছে, হাঁটুর ইনজুরিটা তাকে কতটা ভোগাচ্ছে।

টি-২০ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। গত মাসে এশিয়া কাপ চলাকালীন সময়েই এমন ইঙ্গিত দিয়েছিলেন মালিঙ্গা। কিন্তু, তাঁর বিশ্বকাপেই খেলা হলো না! তবে কী মালিঙ্গার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময়টাও চলে এলো?

আগামী ২০ ‍মার্চ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মালিঙ্গাবিহীন শ্রীলঙ্কা। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে একে অপরের মুখোমুখি হবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।