ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুধবার দেশে ফিরছেন সানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বুধবার দেশে ফিরছেন সানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানোর স্বপ্ন নিয়ে ভারত গিয়েছিলেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট তুলে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দিচ্ছিলেন ভালোভাবেই।

কিন্তু এর আগে নেদারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে অবৈধ বোলিংয়ের অভিযোগ ওঠে সানির বিরুদ্ধে।
 
ল্যাবে বোলিং পরীক্ষা দিয়েই নামেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর পরীক্ষার ফলাফলে সবকিছু ওলট-পালট। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাঞ্জার খড়গ নেমে এসেছে সানির ওপর। এখন হুমকির মুখে তার ক্রিকেট ক্যারিয়ার।
 
তাই ভারত থেকে এক রাশ হতাশা সঙ্গী করে দেশে ফিরতে হচ্ছে সানিকে। বুধবার (২৩ মার্চ) ঢাকায় ফিরবেন বাঁহাতি এই স্পিনার।
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।