ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভুল শুধরে মাঠে নামবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ভুল শুধরে মাঠে নামবে বাংলাদেশ ছবি: শে‍ায়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেঙ্গালুরু থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ভুলগুলো শুধরে পরবর্তী ম্যাচে ভারতকে মোকাবলা করবে বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী বুধবার (২৩ মার্চ) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপে মূলপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফি বাহিনী।



মঙ্গলবার (২২ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথা জানান বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব।

১৬ মার্চ ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে সুপার টেনের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম বাংলাদেশ। এমন অবস্থায় বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয় ভিন্ন কোনো উপায় নেই টাইগারদের।

ম্যাচের আগে দলের ভাবনা সম্পর্ক জানতে চাইলে সাকিব বলেন, এখনও টিম মিটিং হয়নি। তবে আমরা যার যার মতো প্রস্তুতি নিচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হওয়া ভুলগুলো ঠিক করত হবে। আমার মনে হয় এটাই একমাত্র উপায়। ভুলগুলো ঠিক করতে পারলে ভারতের বিপক্ষে ভালো পারফরম করা যাবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং ভালো হয়নি তাই এ ম্যাচে বোলিংয়ে কোনো পরিবর্তন আসবে কি না? জানতে চাইলে উত্তরে সহ অধিনায়ক বলেন, বোলিংয়ে আমরা বেশি ভুল করেছি এটা বলা ভুল হবে। হয়তো এ ম্যাচে আমরা ছোটো-খাটো ভুল করেছি। ভারতের বিপক্ষে সেটা ঠিক করতে পারলে আমরা ইমপ্রুভড একটা সাইড হবো। গেল ম্যাচে আমাদের বোলিংয়ের ভুল নিয়ে খুব বেশি চিন্তা করা ভুল হবে। কেননা এ মাঠে ১৭০-৮০ রান হয়, আর সেটা হলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। আমার মন হয় সাধারণভাবে আমাদের বোলিং ঠিক ছিল। তবে হ্যাঁ, ফিণ্ডিংটা আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারিনি।

টি-টোয়েন্টিতে আগে আপনি তিন নম্বরে ব্যাট করতেন। তিনে নামলে আপনি কি ভালো করবেন? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে সাকিব যা বলেন, টিম আমার কাছে কী চাচ্ছে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাকে সুযোগ দিলে আমি তিনেই ব্যাটিং করবো। কারণ এখানে আমি ভালো করছিলাম। দলের চাহিদা ও অবস্থা অনুযায়ী আমি চার নম্বরে ব্যাটিং করছি। টিম মনে করলে আমি তিন নম্বরে ব্যাট করবো।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।