ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনাল অনিশ্চয়তায় ফিরোজ শাহ কোটলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সেমিফাইনাল অনিশ্চয়তায় ফিরোজ শাহ কোটলা ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও বিতর্কে দিল্লির স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা । আর সে কারণেই ভারতের রাজধানী থেকে সরতে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল।

তবে দিল্লি থেকে সেমিফাইনাল সরে কোথায় যাবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আইসিসি।

এদিকে ধারণা করা হচ্ছে ৩০ মার্চের সেমিফাইনাল সরতে পারে বেঙ্গালুরু কিংবা মোহালিতে। ডিডিসিএ সূত্রের খবর, বুধবার আইসিসি এবং বিসিসিআই বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কোটলার এই সেমিফাইনাল বিতর্কের সূত্রপাত পুরণো ক্লাব হাউস আরপি মেহরা ব্লক নিয়ে। যেখানে আসন সংখ্যা ১৮০০। কিন্তু আদালতের সাম্প্রতিক নির্দেশ অনুয়ায়ী, সংশ্লিষ্ট ব্লকে কোনও টিকিট বিক্রি চলবে না। তবে আইসিসি আবার চায় না, বিশ্বকাপ সেমিফাইনালে গ্যালারির একটা অংশ দর্শকশূন্য হোক। আর সেখান থেকেই এই বিতর্কের তৈরী।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।