ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে এই দিন ‘অশুভ’ ভারতের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
বিশ্বকাপে এই দিন ‘অশুভ’ ভারতের

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী ম্যাচে বুধবার (২৩ মার্চ) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে আয়োজক ভারত। সম্প্রতি দুই দলের লড়াই যে স্নায়ুক্ষয়ী রূপ নিয়েছে, বুধবারও তেমন লড়াই হবে বলে মনে করা হচ্ছে।



তবে, লড়াইয়ের আগে ‘অদৃষ্ট’ বলে যদি কিছু থেকে থাকে তার চিন্তায় চাপে পড়ে যেতে হচ্ছে ভারতীয় দলকে। কারণ, অদৃষ্ট ‘২৩ মার্চ’ কে ভারতের জন্য তুলনামূলকভাবে ‘অশুভ’ দিন বলে রেখে দিয়েছে। বিশ্বকাপে যেমন ফর্মেই থাকুক ভারত, বেশিরভাগ ক্ষেত্রেই হেরে বসেছে এই ‘অশুভ দিনে’।

ভারতীয় একটি সংবাদমাধ্যমই ২৩ মার্চের ‘দুর্ভাগ্য’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন মতে দেখা যাক, বিশ্বকাপে ২৩ মার্চের ম্যাচগুলোতে ভারতের জয়-পরাজয়ের চিত্র।

২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফাইনালে ওঠে ভারত। তাদের প্রতিক্ষ ছিল অস্ট্রেলিয়া। ২৩ মার্চ অনুষ্ঠিত ওই ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে সৌরভ গাঙ্গুলীর ভারত। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা অজিদের ৩৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দুমড়ে-মুচড়ে পড়ে ভারতীয়রা। মাত্র ৩৯.২ ওভারেই তারা অলআউট হয়ে যায় ২৩৪ রানে।

২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে হেরে বিদায়
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বসা ওয়ানডে বিশ্বকাপেও ২৩ মার্চ হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি ভারত। ওই বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে নাকানি-চুবানি খাওয়ার পর এই দিনে তারা মুখোমুখি হয় শ্রীলঙ্কার। কিন্তু মাহেলা জয়াবর্ধনের দলের কাছে ৬৯ রানের বড় ব্যবধানে আত্মসমর্পণ করতে হয় রাহুল দ্রাবিড়ের দলকে। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ২৫৪ রান তুলে নিলেও ভারত গুটিয়ে যায় ৪৩.৩ ওভারে ১৮৫ রানে। ওই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় ভারতের। আর এমন দুরন্ত খেলে লঙ্কানরা শেষ পর্যন্ত রানারআপ ট্রফি জিতে নেয়।

ভাগ্য ঘুরলো ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে
দুই ওয়ানডে বিশ্বকাপে ২৩ মার্চের অভিশাপে দগ্ধ ভারতীয় সমর্থকরা ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আতঙ্কে ছিল এই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে। তবে সেই ম্যাচে সমর্থকদের বিশ্বাস ফেরাতে সমর্থ হয় মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলে ১২৯ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের দল।

বুধবারের এ লড়াইকে ঘিরে ভারতীয় সমর্থকদের ভাবনা, ২৩ মার্চের অভিশাপ আবার ধোনিদের ওপর ভর করবে? নাকি ‘অদৃষ্ট’ কেবল শব্দ হয়েই থাকবে? তাদের এই প্রশ্নের উত্তর আসুক বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়াম থেকেই।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।