ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রান রেট বাড়ানোর হুংকারে ‘ফ্লপ’ ধোনি-যুবরাজ!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
রান রেট বাড়ানোর হুংকারে ‘ফ্লপ’ ধোনি-যুবরাজ!

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে জয়টাকে ‘কেনা’ ভেবে তার চেয়ে ‍আগ বাড়িয়ে রান রেটের দিকে চোখ রাখার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর টাইগারদের পাত্তাও না দিয়ে যুবরাজ সিং হুংকার ছেড়েছিলেন, ‘আমরা এখন ছন্দে, সাবধান বাংলাদেশ।

ম্যাচের প্রথম ইনিংস শেষে আপাতত দু’জনকেই ‘ফ্লপ’ বলতে হচ্ছে, তাদেরই ‘পারফরম্যান্সে’। ধোনির হুমকিটা ছিল, ভারত তো জিতবেই, এমন বড় ব্যবধানে জিতবে যেন রান রেটেও গ্রুপ পর্বের তালিকায় এগিয়ে যায় তার দল।

আর পাকিস্তানের সঙ্গে যৎসামান্য ব্যাটিং দেখিয়ে যুবরাজের হুংকার ছিল, তারা ধুমধাড়াক্কা পিটিয়ে স্কোর টাইগারদের নাগালের বাইরে নিয়ে যাবেন।

বিগত ম্যাচগুলোর হিসাব বলছে, ১৪৬ রান টাইগারদের নাগালের একেবারেই বাইরে নয়। আর রান রেটে ধোনিরা কতো এগিয়ে থাকবেন, তা জানতে আপাতত বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই চোখ রাখা যাক।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এইচএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।