ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি বন্দনায় লারা-টেন্ডুলকাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
কোহলি বন্দনায় লারা-টেন্ডুলকাররা ছবি: সংগৃহীত

ঢাকা: এক বিরাট কোহলির কাছেই অস্ট্রেলিয়ার স্বপ্নভঙ্গ হয়। অপরাজিত থেকে অজিদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচটি অনায়াসেই বের করে আনেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস।

তাঁর ৫১ বলে ৮২ রানের অনবদ্য ইনিংসে ভর করে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় টিম ইন্ডিয়া।

মোহালিতে অনুষ্ঠিত ম্যাচটিতে (২৭ মার্চ) ১৬১ রানের লক্ষ্যটা পাঁচ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। তবে ইনিংসের ১৭ ওভার পর্যন্ত জয়ের পাল্টাটা অজিদের দিকেই ছিল! শেষ তিন ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৯। জেমস ফকনারের করা ১৮তম ওভারের প্রথম পাঁচ বলেই ১৭ রান তুলে নেন কোহলি। এরপর কী হয়েছে তা নিশ্চয়ই আর বলার প্রয়োজন নেই!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের জয়ের নায়ক কোহলির প্রশংসায় পঞ্চমুখ শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা থেকে শুরু করে আরো অনেকেই। ম্যাচ শেষের পর থেকেই টুইটারে সবাই কোহলিকে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসান।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারা উল্লেখ করেন, ‘সে (কোহলি) অবিশ্বাস্য একজন ব্যাটসম্যান। আর কিছু বলার দরকার নেই। ’ কোহলিকে টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হিসেবেই ভাবা হয়। ভারতীয় ক্রিকেট ঈশ্বর টুইট করেন, ‘ওয়াও কোহলি! এটা একটা স্পেশাল ইনিংসটা ছিল। দারুণ একটা জয়!’

কোহলির কাছে অসহায় আত্মসমর্পণের সাক্ষী হয়ে থাকেন শেন ওয়াটসন। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেন অজি অলরাউন্ডার। কোহলির কীর্তিতে ওয়াটসনের মুগ্ধতা ছিল এরকম, ‘এ রকম ইনিংস দেখতে পারাটা দারুণ আনন্দের। অবিশ্বাস্য! রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আমরা একসঙ্গে খেলব, আর তর সইছে না আমার। ’

সতীর্থ ওয়াটসনের সঙ্গে সুর মিলিয়ে গ্লেন ম্যাক্সওয়েল টুইট করেন, ‘ওটা ছিল অন্য পর্যায়ের একটা ইনিংস। আর কিছু বলার নেই। খুবই বিধ্বস্ত। একজনের কাছেই আমরা হেরে গেলাম। ’

আরো অনেকেই কোহলি বন্দনায় মাতেন। ভারতীয় ক্রিকেটারা তো আছেনই। এর বাইরে শেন ওয়ার্ন, হার্শের গিভসদের মতো সাবেক থেকে শুরু করে বর্তমান সময়ের সব ক্রিকেট তারকাই যেন কোহলিতে মাতোয়ারা!

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।