ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে লঙ্কান নারীদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
শেষ ম্যাচে লঙ্কান নারীদের জয়

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা নারী দল। দক্ষিণ আফ্রিকা নারী দলকে ১০ রানে হারিয়েছে লঙ্কান মেয়েরা।

তবে এ জয়ের পরও বিশ্বকাপ থেকে বাদ পড়তে হলো তাদের। কারণ গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নারী দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।

 

বেঙ্গালুরুতে সোমবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামে দু’দল। টসে জেতা লঙ্কানরা নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১১৪ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন অধিনায়ক চামিরা আতাপাতু।

১১৫ রানের টার্গেটে দারুণ ব্যাটিং করছিলেন প্রোটিয়া নারীরা। তবে শেষ পর্যন্ত লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর পেরে ওঠেনি দলটি। নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১০৪ রান করতে সমর্থ হয় দ. আফ্রিকান মেয়েরা।

এবারের আসরে চার ম্যাচে দুটি জয় ও দুটি ম্যাচে পরাজয় বরণ করে শ্রীলঙ্কা নারী দল। অপরদিকে নিজেদের চার ম্যাচে তিনটিতে হারের বিপরীতে একটি ম্যাচে জয় পায় প্রোটিয়া নারী দল।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।