ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজ শেখালেন ওহাবকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
মুস্তাফিজ শেখালেন ওহাবকে

ঢাকা: মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা দিয়েছেন, এখনও এক বছর পার হয়নি । তবে এরই মধ্যে পুরো বিশ্বে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন বাংলাদেশি এ পেসার।

একে একে ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন বাঁহাতি এ বোলার।

ক্যারিয়ারের শুরু থেকেই মুস্তাফিজের মূল অস্ত্র ছিলো কার্টার। বলা হয় মুস্তাফিজ থেকে ভালো কার্টার এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুস্তাফিজের কার্টারে বিধ্বস্ত হয়েছে দাপুটে ব্যাটসম্যানরা।

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচে মুস্তাফিজ মাত্র ২২ রানের বিনিময়ে নিয়েছেন ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট। এই বোলিং পারফরম্যান্স এবারের আসরে এখন পর্যন্ত সেরা।

কিউইদের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের বলে বোল্ড হয়েছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মুস্তাফিজ একের পর এক যখন কার্টার দিচ্ছিলেন, তখন উইলিয়ামসন একটি বলে স্ট্যাম্প ছেড়ে সামনে ব্যাট করতে গিয়েছিলেন। কিন্তু এখানেই নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। সেই বলটি কার্টার না দিয়ে করেছেন ‘স্লো’ বল। অমনি উপড়ে গেল স্ট্যাম্প।

এখন কথা হচ্ছে মুস্তাফিজ কি শেখালেন পাকিস্তানি পেসার ওহাব রিয়াজকে? হ্যা, বলতে চাই পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে কথা। যেখানে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ স্ট্যাম্প থেকে প্রায় দুই হাত বেরিয়ে  অভিজ্ঞ ওহাবের বল মোকাবেলার জন্য প্রস্তুত, সে সময় স্ট্যাম্পে বল না করে করলেন ব্যাট বরাবর। হলো চার রান।

মনে হলে স্মিথের ফাঁদে ইচ্ছে করেই পা দিলেন ওহাব। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে মুস্তাফিজের দুর্দান্ত পারর্ফম দেখে ক্রিকেটের জনপ্রিয় অনলাইন ইএসপিএনক্রিকইনফো’র বিষেশজ্ঞরা এভাবেই বললেন, ‘মুস্তাফিজ ওহাবকে দেখালেন কিভাবে বল করতে হয়’

ইএসপিএনক্রিকইনফো তাদের এডিটরিয়াল পেজে আজ (মঙ্গলবার, ২৯ মার্চ) শেষ হওয়া বিশ্বকাপ গ্রুপ পর্বের সেরা মুহূর্তগুলো আবারও প্রকাশ করেছে। যেখানে মুস্তাফিজকে নিয়ে বিশ্লেষনটি সবার ওপরে জায়গা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।