ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে উঠতে ইংলিশদের টার্গেট ১৫৪ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ফাইনালে উঠতে ইংলিশদের টার্গেট ১৫৪ রান ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে কিউইরা ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে।

 

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। কিউইদের হয়ে ব্যাটিং শুরু করেন মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসন। ইনিংসের শুরু থেকে জ্বলে উঠার ইঙ্গিত দিলেও তৃতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন ১২ বলে তিনটি বাউন্ডারিতে ১৫ রান করা গাপটিল। ডেভিড উইলির বলে উইকেটের পেছনে জস বাটলারের গ্লাভসবন্দি হন তিনি।

ইনিংসের ১১তম ওভারে বিদায় নেন উইলিয়ামসন। মঈন আলির বলে মিডঅফে তুলে মারেন কিউই দলপতি। নিজের বলে নিজেই ক্যাচ নেন মঈন। তিনটি চার আর একটি ছক্কায় ২৮ বলে ৩২ রান করে বিদায় নেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে মুনরোর সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি।

এরপর বিদায় নেন মুনরো। ৩২ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৪৬ রান করে মঈর আলির তালুবন্দি হন তিনি। ইনিংসের ১৪তম ওভারে লিয়াম প্লাঙ্কেটের বলে সাজঘরের পথ ধরেন মুনরো।

কোরি অ্যান্ডরসনকে সঙ্গে নিয়ে ২৭ রানের জুটি গড়েন রস টেইলর। ইনিংসের ১৭তম ওভারে আর দলীয় ১৩৪ রানের মাথায় ক্রিস জর্ডানের বলে ইয়ন মরগানের হাতে ধরা পড়েন ৮ বলে ৬ রান করা রস টেইলর।

পরের ওভারে কিউই শিবিরে জোড়া আঘাত হানেন বেন স্টোকস। ১৮তম ওভারের তৃতীয় বলে ডেভিড উইলির হাতে ধরা দিতে বাধ্য হন ৩ রান করা লুক রঞ্চি। পরের বলেই ফেরেন ২৩ বলে দুটি চার আর একটি ছক্কায় ২৮ রান করা কোরি অ্যান্ডারসন। তবে, পঞ্চম বলে হ্যাটট্রিক বঞ্চিত হন স্টোকস।

ইনিংসের শেষ ওভারে আক্রমণে এসে স্টোকস ফিরিয়ে দেন ৭ রান করা স্যান্টনারকে।

ইংলিশদের হয়ে উইলি, জর্ডান, প্লাঙ্কেট আর মঈন আলি একটি করে উইকেট দখল করেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বেন স্টোকস।

এ ম্যাচে যে দলই জয় পাবে তারাই ০৩ এপ্রিল কলকাতার ফাইনালে পা রাখবে। তাই বেশ হিসেব-নিকেশ করেই মাঠে নামে দু’দল।

এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। গ্রুপপর্বে তারা স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জয় পায়। কিউইরা এর আগে একবারই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলো (২০০৭)।

এদিকে ইংল্যান্ড গ্রুপপর্বে চার ম্যাচে তিনটিতে জয় পেয়ে শেষ চার নিশ্চিত করে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।