ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ছাড়লেন ইসোবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
অধিনায়কত্ব ছাড়লেন ইসোবেল

ঢাকা: অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন আয়ারল্যান্ড নারী দলের অলরাউন্ডার ইসোবেল জয়েস। ভারতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে বিদায় নেওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন তিনি।

 

৩২ বছর বয়সী আইরিশ অলরাউন্ডার ইসোবেল দেশের জার্সি গায়ে সব ধরনের ক্রিকেট ফরমেটে খেলেছেন ১৩২টি ম্যাচ। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের হয়ে তার অভিষেক ঘটে। জাতীয় দলকে রেকর্ড ৬২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ইসোবেল।

 

আইরিশ টপঅর্ডার ব্যাটসম্যান এড জয়েসের ছোটো বোন ইসোবেল অধিনায়কের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে জানান, আমাকে গত ছয় বছর জাতীয় দলের নেতৃত্বে রাখায় গর্ববোধ করছি। আমি আমার জীবনের ১৬ বছর এই ক্রিকেটকে ভালোবেসে কাটিয়ে দিয়েছি। বলা চলে জীবনের অর্ধেক আমি আইরিশদের হয়ে খেলেছি।

তিনি আরও জানান, এখন সময় এসেছে নতুন নেতৃত্বের। আমি বিশ্বাস করি আমার বদলি হিসেবে দলে যে নেতৃত্ব নেবে সে দলকে আরও দূর এগিয়ে নিতে পারবে। আর একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার মূল দায়িত্ব থাকবে দলকে আরও ভালো কিছু দেওয়ার পাশাপাশি নতুন অধিনায়ককে মাঠে সাহায্য করা।

ইসোবেলের নেতৃত্বে আইরিশরা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়। চারটি ম্যাচের কোনোটিতেই জয় পায়নি আইরিশরা। তবে, একক পারফর্মে দলের হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। দেশের হয়ে ওয়ানডেতে তার ৭৪০ রানের পাশাপাশি রয়েছে ৫৯টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ৭৩৭ রানের পাশে ইসোবেল পেয়েছেন ২৫ উইকেট। একটি মাত্র টেস্ট খেলে তিনি ৬ উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।