ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের হারিয়ে ফাইনালে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
কিউইদের হারিয়ে ফাইনালে ক্যারিবীয়রা ছবি:শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়েছে স্টেফানি টেইলরের দল।

ফলে, ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে ক্যারিবীয়দের।

 

মুম্বাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। জবাবে, ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৩৭ রান সংগ্রহ করে।

ক্যারিবীয়দের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন তিন নম্বরে নামা ব্রিটনি কুপার। ৪৮ বলে ৫টি চার আর দুটি ছক্কায় তিনি এ ইনিংসটি সাজান।

ওপেনার ম্যাথিউস ১৬ আর দলপতি টেইলর ২৫ রান করে বিদায় নেন। এছাড়া ডটিনের ব্যাট থেকে আসে ২০ রান। শেষ দিকে ১৫ রান করে অপরাজিত থাকেন মেরিসা।

১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে কিউই মিডলঅর্ডার দলকে জয়ের দিকেই নিতে থাকেন। ওপেনার ও দলপতি সুজি বেটস ১২ রান করেন। আরেক ওপেনার রাচেল প্রিস্টের ব্যাট থেকে আসে ৬ রান।

তবে, তিন নম্বরে নামা ডিভাইন রান আউট হওয়ার আগে করেন ২২ রান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান আসে চার নম্বরে নামা ম্যাকগ্লাসানের উইলো থেকে। পাঁচ নম্বরে নামা অ্যামি করেন আরও ১০ রান। তবে, লোয়ার অর্ডাররা রানের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হলে ১৩৭ রানেই থেমে যায় ৮ উইকেট হারানো নিউজিল্যান্ডের ইনিংস।

ক্যারিবীয়দের হয়ে দলপতি টেইলর ৪ ওভারে ২৬ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ তিনটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।