ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে সতর্ক ইংল্যান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
ফাইনালে সতর্ক ইংল্যান্ড ছবি : শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টি.কম

ইডেন গার্ডেন্স থেকে: এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার (০৩ এপ্রিল) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে প্রতিপক্ষের বিষয়ে একটু বেশিই সতর্ক ইংলিশ শিবির।



কেননা, বিশ্বকাপের এই আসরে ওয়েস্ট ইন্ডিজ যে অদম্য পারফরমেন্স দেখিয়েছে তাতে তাদের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি জেতা সহজ হবে না।

শনিবার (০২ এপ্রিল) দুপুরে কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ইংলিশ অধিনায়ক ইউয়েন মরগ্যান।

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ এবারের আসরে তাদের সেরা খেলাটি খেলে নিজেদের যোগ্যতার শতভাগ প্রমাণ করে তবেই ফাইনালে এসেছে। তাই আমার মনে হয়, ম্যাচটি একেবারে সহজ হবে না। তাই দলের সবাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছি।

‘তবে এ কথাও ঠিক, আমরাও আমাদের সেরা খেলাটি খেলেই সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো দাপুটে দলকে হারিয়ে এ জায়গায় (ফাইনালে) এসেছি। এবার আমাদের লক্ষ্য ফাইনাল জয়। আর এ লড়াইয়ে  আমরা শিরোপা জয়ের জন্যই লড়বো,’ বেশ প্রত্যয় নিয়েই বললেন ইউয়েন মরগ্যান।

ফাইনালের লড়াইয়ের জন্য মাঠে নামতে দলের প্রতিটি সদস্যই শতভাগ ফিট আছেন বলেও জানান তিনি।

বললেন, ‘আমাদের সবার ফিটনেস লেভেল এখন পর্যন্ত সন্তোষজনক। দলে ইনজুরির সমস্যা একেবারেই নেই। আশা করছি সবাই নিজের সর্বোচ্চ খেল‍াটাই খেলবে। ’

এদিকে শিরাপা নির্ধারণী রোববারের ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন বিশ্ব ক্রিকেটের সব চাইতে বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।

তাকে নিয়ে প্রতিটি দলই সব সময় আলাদা পরিকল্পনা করে থাকে। সেই ধারাবাহিকতায় এই ম্যাচেও তেমনটি থাকবে এটাই যুক্তিযুক্ত। তাইতো সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ককে জিজ্ঞস করা হলো, ভারতের বিপক্ষে মাত্র ৫ রান করে গেইল আউট হলেও ক্যারিবীয় বাকি ব্যাটসম্যানেরা ম্যাচ জিতিয়েছেন। এই ম্যাচে গেইলকে নিয়ে আপনার ভাবনা কী?

উত্তরে সহাস্যে মরগ্যান জানালেন, ‘আমি মনে করিনা বিশ্বকাপ ফাইনালের মতো এমন হেভি ওয়েট একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ শুধুই গেইল নির্ভর হয়ে খেলবে। দলটির অন্যান্য ব্যাটসম্যানেরাও বিশ্বমানের। আর সেই প্রমাণ তারা দিয়েছে গেল ৩১ মার্চে ওয়াংখেড়েতে।

‘স্বাগতিক ভারতের বিপক্ষে ১৯২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তারা ঠিকই টপকে গেছে। গেইল ওই ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন। এরপরও কিন্তু তাদের জয় আটকে রাখা যায়নি। ’

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যান্ডকে মোকাবেলা করবে গেইল-সিমন্সের ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে একই মাঠে বিকেল সাড়ে ৩টায় মেয়েদের ফাইনাল অনুষ্ঠিত হবে। এসময় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ নারী দল।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৬
এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।