ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরবর্তী বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
পরবর্তী বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় ছবি: সংগৃহীত

ঢাকা: টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও চলমান। রোববার (০৩ এপ্রিল) ইডেন গার্ডেন্সে ফাইনালের মধ্যে দিয়ে এবারের আসরের সমাপ্তি ঘটবে।

তবে এর আগেই জানিয়ে দেওয়া হলো পরবর্তী টি-২০ বিশ্বকাপের সময়সূচি।

 

২০২০ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে। এখন থেকে প্রতি চার বছর পর পর টি-২০ বিশ্বকাপ হবে বলে ঠিক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর আগেও অজিদের মাটিতে বিশ্বকাপের আসর বসেছে। কিন্তু এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ আয়োজন করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২০ সালেই প্রথমবার টি-২০ বিশ্বকাপ হবে সেখানে।
এদিকে পরবর্তী বিশ্বকাপে ১৬টি দেশ অংশ নেবে বলে ঠিক হয়েছে । গ্রুপ পর্বের পরেই কোয়ার্টার ফাইনাল হবে। অনেকটা ৫০ ওভারের বিশ্বকাপের মতো।

যে ১৬টি দেশ পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, আফগানিস্তান, হংকং ও আয়ারল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।